পাকুন্দিয়ার নারান্দী ইউনিয়নের একমাত্র সফল সামাজিক সংগঠন নারান্দী ঐকতান যুবকল্যান সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
২১ ই ফেব্রুয়ারী প্রভাত ফেরীর মধ্য দিয়ে নারান্দী উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নারান্দী ঐকতান যুবকল্যান সংগঠনের সভাপতি সাকলাইন আফ্রিদি দুর্জয় ও সাধারণ সম্পাদক রাকিব সহ অন্যান্য সদস্যগন।
সংগঠনটির সভাপতি সাকলাইন আফ্রিদি দুর্জয় বলেন, সেদিনকার সেই অভিশপ্ত বুলেটরা জানতনা মৃত্যুঞ্জয়ী আত্মাদের কখনও মৃত্যু হয়না।যারা বেঁচে থাকে মানুষের হৃদয়ের কাছাকাছি তাদেরকে হৃদয় থেকে মুছা যায়না।সালাম,বরকত,রফিক,জব্বাররা আমাদের প্রাণে সংগ্রামে গানে কবিতা রচনা উল্লাসে আর উপন্যাসে বেঁচে থাকবে অষ্টাদশী প্রেমিকার প্রেমপত্রের চেয়েও মধুর হয়ে, অনাদিকাল অনন্তযুগ ধরে।
উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা সামাজিক উন্নয়ন,বৃক্ষরোপন,ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল ধরনের কাজে তারা নিরলস ভাবে সাহায্য সহযোগীতা করে আসছে৷