কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১নং জাংগালিয়া ইউনিয়নের মহল্লাদার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে ৬নং ওয়ার্ড মহল্লাদার জসিম উদ্দিন ও ৮নং ওয়ার্ড মহল্লাদার মরহুম মোন্তাজ উদ্দিন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাংগালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শ্যামল মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম গোলাপ, ড্রিস্টিক ফেসিলেটিটর মোঃ সাখাওয়াত হোসেন, জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ জেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ মজিবুর রহমান, পাকুন্দিয়া উপজেলার সভাপতি মোঃ আঃ সাহিদ।