সোমবার বিকাল পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়ায় আলহাজ্ব এমএ মান্নান মানিক কলেজের মাঠে এমএ মান্নান মানিক টি টেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জাংগালিয়া কলেজের প্রভাষক নাদিম ইসলাম,পাকুন্দিয়ার জনপ্রিয় প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর,মানবাধিকার কর্মী এস এম রায়হান, এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সমাজ সেবক মুখলেসুর রহমান ভুঁইয়া,মোবারক হোসেন,ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন,হাকিম রেজা প্রমূখ।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, গ্রামে-গঞ্জে, পাড়ায়-মহল্লায় খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলার মাধ্যমে মদ, জোয়া থেকে তরুন সমাজকে দূরে রাখতে হবে।এই তরুণরাই একদিন জাতীয় দলে সুযোগ পাবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকার কর্মী এস এম রায়হান বলেন,সুস্থ মানসিকতা পোষনের জন্য খেলাধুলার বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরে তরুণদের ভালো কাজে উদ্ভুদ্ধ করতে হবে।
আজকের খেলায় পোড়াবাড়ীয়া একাদশ ও চন্ডিপাশা ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।
খেলা পরিচালনা করেন,সজিব হাসান,সোহেল আহমদ বিএ,তুষার আহম্মদ,বাবু,মামুন।।