
পাকুন্দিয়ার বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১৪ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব কার্যলয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলোয়াত করেন পাকুন্দিয়া প্রতিদিনের বার্তা সম্পাদক ও দৈনিক গণতন্ত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নাজমুল হুদা।
দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ হান্নান সভাপতিত্বে ও দৈনিক যায়যায় দিনের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এবং পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌর সভার মেয়র জনাব আখতারুজ্জামান খোকন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এম সাঈদুল ইসলাম, কালের নতুন সংবাদের সম্পাদক ও প্রকাশক খাইরুল ইসলাম , কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়।অনুষ্ঠানে বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদের স্টাপ রিপোটার সোয়েব রাসেল ,অনলাইন দৈনিক পিপলস নিউজ উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, দৈনিক শতাব্দীর কন্ঠ উপজেলা প্রতিনিধি আবু হানিফ,পাকুন্দিয়া শাখার সুন্দরবন কুরিয়া সার্ভিস পরিচালক সৈকত নাহা সুমন প্রমুখ।