কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্দা খেলা। উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা দক্ষিণপাড়া গ্রামের মাঠে আয়োজিত এ খেলায় দুটি দল অংশগ্রহণ করে। দল দুটি হলো দিয়াপাড়া (দিয়ানগর) দল বনাম চরপাড়াতলা দল। ওই সময় আশপাশের কয়েকটি গ্রামের নানা বয়সী সহস্র নর-নারী খেলা উপভোগ করতে আসে।
সমাজসেবক একেএম ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চরফরাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ। খেলা উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী সবুজ মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মুনতাজ উদ্দিন, সমাজসেবক মজিদ মিয়া, নয়ন মিয়া, ইব্রাহিম মিয়া, ডাক্তার খাইরুল, বিল্লাল হোসেন, ব্যবসায়ী দিলোওয়ার হোসেন, ইউনুস মিয়া প্রমুখ।
অতিথিরা জানান, গ্রাম-বাংলার যে কয়েকটি প্রাচীন খেলা আছে, তার মধ্যে অন্যতম হলো দাড়িয়াবান্দা। খেলাটি এখন বিলুপ্তির পথে। চরপাড়াতলা গ্রামের মানুষ এখনো এই খেলাকে প্রাচীন ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে। দর্শকরা খেলাটি দেখে বেশ আনন্দ পায়।