সন্ধান দিন কবি এবরার হোসেনের
পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের মরহুম ইসমাঈল হোসেনের জামাতা কবি এবরার হোসেন গতকাল ২৯শে জানুয়ারী রোজ শুক্রবার আনুমানিক ১২ টার দিকে মসূয়া ইউনিয়নের যাত্রাঘাট বাসস্টপ থেকে হারিয়ে গেছে।
স্হানীয় সূত্রে জানা গেছে এবরার হোসেন অর্নগল ইংরেজিতে কথা বলত এবং সে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃতি করত এবং রাস্তায় মনের সুখে ইংরেজিতে গান করত সে কিছুটা মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল। তিনি জন্মসূত্রে ঢাকা জেলার মোহাম্মদ পুরের বাসিন্দার ছিল শশুর বাড়ির সূত্রে তিনি বেলদীতে থাকতেন। লোকটির উচ্চতা ৫’৭”, গায়ের রং কালো, পরনে ছিলো কোর্ট -পেন্ট।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তির সন্ধানে থাকে তবে যোগাযোগ করুন নিকট আত্মীয় 01782309442(শরীফুল ইসলাম)
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ