রাত ১১টার পর মাইক/সাউন্ডবক্স বাজানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ির উত্তর রোসাংগিরির মুন্সেফ বাড়ির বিয়েতে বিনা অনুমতিতে রাত ১১ টার পর ডিজে সাউন্ড বাজানোর মাধ্যমে গণ উপদ্রুপ সৃষ্টি করায় জাহেদ ভিডিও সেন্টার ও নার্সারির স্বত্ত্বাধিকারী মোঃ জাহেদুল আলম (২৮) কে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর মাধ্যমে ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, বিনা অনুমতিতে রাত ১১ টার পর মাইক/ সাউন্ডবক্স বাজানোর ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। এ ব্যাপারে তথ্য সংগ্রহ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সবাইকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ