কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় কবির আহম্মেদ বিল্লাল কাজী (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শুক্রবার গভীর রাতে ।সে উপজেলার সুখিয়া ইউনিয়নের সুখিয়া পঞ্চিম পাড়া রাশিদ চেয়ারম্যান বাড়ি মৃত আলতাফ উদ্দিন এর ছেলে কবির আহমেদ বিল্লাল কাজী দুই সন্তানের জনক । তিনি সুখিয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও ইউনিয়ন কাজী দায়িত্ব ছিলেন ।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে কবির আহমেদ বিল্লাল কাজী সুখিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার গভীর রাত কোন এক সময় মারুলে সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মিজানুর রহমান শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এসআই মিজানুর রহমান জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন।