কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বটতলা বাজার মোড় সংলগ্ন মর্ডান পাবলিক স্কুলের মাঠে আজ ২৬ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সন্ধা ৭:৩০ মিনিটে গ্রাম বাংলা যুব কল্যাণ ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
আজকের খেলাটি ৫নং বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান মাস্টার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। খেলাটির শুভ উদ্বোধন করেন বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার জাহান সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব মোঃ শরিয়ত হোসেন (রিপন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বুরুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল আকন্দ, কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ বাসির উদ্দিন সরকার, ৪নং এগারসিন্ধুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শাহাব উদ্দিন সাহেব প্রমুখ।
উক্ত খেলায় অংশগ্রহন কারী দুটি দল হলো বন্ধু স্পোটিং ক্লাব কিশোরগঞ্জ বনাম বেলতলী স্পোর্টিং ক্লাব কাপাসিয়া।
খেলার পুরষ্কার হিসেবে ছিল ফ্রিজ ও এলইডি রঙিন টেলিভিশন। উক্ত খেলায় ৩-১ গেইমে জয় লাভ করেন বেলতলী স্পোর্টিং ক্লাব কাপাসিয়া।
আজকের খেলাটিতে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে খেলাটির পরিসমাপ্তি হয়।