আই এম অ্যান্ড আই উইল’ অর্থাৎ ‘আমরা পারি, আমি পারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সাস্হ্য কমপ্লেক্স র্যালী ও জনসচেতনতা সভার মধ্যদিয়ে পালন করে বিশ্ব ক্যান্সার দিবস।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় পাকুন্দিয়া সাস্হ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সাস্হ্য কমপ্লেক্স এর সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মেডিকেল অফিসার (এ,এম,সি) ডা. এস এম দিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইনি বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. গোলাম মুক্তাদির মৃদুল, মেডিকেল অফিসার কাজী সাইফুল ইসলাম (শুভ) প্রমুখ।
হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট ডা. মাহমুদুল হাসান, বলেন, ক্যান্সারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। দেশের অন্য হাসপাতালের মতো পাকুন্দিয়া সাস্হ কমপ্লেক্স প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।