বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ার কৃতি সন্তান কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি অফিসার
/ ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ

কৃষি সেক্টরে কিশোরগঞ্জ ইতোমধ্যে দেশজুড়ে সুনাম অর্জন করেছে। কৃষির জন্য উর্বর এ এলাকার মাটি ও আবহাওয়া। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।

যাদের হাত ধরে উপজেলা/জেলায় কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদেরকে সম্মাননা দিয়েছে কৃষি বিভাগ।

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি, ২০২১ইং) মুজিববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (দ্বিতীয়) পুরস্কার লাভ করেছেন পাকুন্দিয়ার কৃতি সন্তান কটিয়াদি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর আলম গন্ধী।

কৃষি প্রযুক্তি সম্প্রসারণ দক্ষতা, জ্ঞান ও অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনা হিসেবে জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (দ্বিতীয়) হিসেবে নির্বাচিত হয়েছেন কটিয়াদি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর আলম গন্ধী। যিনি কটিয়াদিতে কৃষি বিপ্লব ঘটিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ছাইফুল আলমের সভাপতিত্বে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার।

এসময় জেলা পর্যায়ের সকল কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কৃষি বিভাগের লোকজন উদ্ধুদ্ধকরণ ভ্রমণ করতে প্রায়ই এসব এলাকায় আসেন।

বিষমুক্ত চাষাবাদে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে উপজেলা/জেলা কৃষি বিভাগ। উপজেলা/জেলা কৃষি কর্মকর্তারা এ উপজেলা/জেলায় কৃষির আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ