পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামে আজ বেলা ৩.৩০ টায় এক বিশাল দাড়িয়াবান্ধা খেলার অায়োজন করা হয়েছে।
গণপূর্ত অধিদফতরের সাবেক সিকোরিটি অফিসার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে, সাবেক শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তি মোঃ মজলু মিয়ার পরিচালনায়, স্থানীয় সামাজিক সংগঠন অগ্নিবীনা যুব সংঘের সভাপতি মোঃ খায়রুল আলমের ধারাবর্ণনায় উক্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের গণ্যমান্য,রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি বিশাল খাসি পুরষ্কার দিয়ে অনুষ্ঠিত খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ নেয় এবং অবিবাহিত দল ৪-১ গোলো জয়লাভ করেন।
খেলাটি ঐতিহ্যবাহী ও বিলুপ্ত প্রায় হওয়ার অত্র অঞ্চলের সাবেক স্বনামধন্য সিনিয়র খেলোয়াড়বৃন্ধসহ সাধারণ দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
আয়োজক কমিটির দায়িত্বে থাকা স্থানীয় বিনোদন প্রেমী যুবক সুলতান আফজাল আইয়ূবী, হুমায়ূন কবির,তৌকির আহমেদ, আবুল কাশেম পিয়েল, এ এন জামান, এখলাছ উদ্দিন, জনি, জাকির, নাহিদ, হাসান, ঈমাম,জুয়েল, রবিন, আব্দুল্লাহ, নাদিমসহ এলাকার সকলের সহযোগিতায় পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।