সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ডিজিটাল ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত
/ ২৪৫ Time View
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে পাকুন্দিয়ার মঠখোলা ও হোসেন্দী সড়কে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিন।

৫, ১০ ও ২১ কিলোমিটার দীর্ঘ সড়কে সকালে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে উপজেলা চত্বর থেকে ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো. স্বপন হোসেন, সদস্য মো. আতাউর রহমান সোহাগ, সভাপতি মো. মঞ্জুরুল হক মুঞ্জু, দপ্তর সম্পাদক নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শামীমা বেগম বিউটি, পাকুন্দিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলার সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

শীতের সকালে ম্যারাথন শুরু হয়ে প্রথমে মঠখোলা-হোসেন্দী সড়ক হয়ে শেষ হয় সালুয়াদী হামিদিয়া দাখিল মাদরাসায়।

ম্যারাথন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ঢাকা ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে উৎফুল্ল মনে করছি। শীতের এ সকালে সকলকে নিয়ে ম্যারাথনে অংশগ্রহণ সত্যিই মনে রাখার মত। প্রতিদিনই যদি ম্যারাথনে অংশ নেই, তাহলে আরো ভালো লাগবে।

তারা উপস্থিত সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ম্যারাথনের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ