কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে বাস চাপায় নিহত এক
সড়ক দূর্রঘটনায় নিত্য ঝড়ছে অঝড়স্র প্রাণ আজ ১৬ই জানুয়ারী রোজ শনিবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের বানিয়াগ্রাম বাজার সংলগ্ন বাস চাপায় এক শিশু মারা গেছে।
স্হানীয় যুবক রায়হানের কাছ থেকে জানা যায় ঢাকা হতে আগত যাতায়াত সুপারের বেপরোয়া গতিতে যাওয়ার সময় ছেলেটির নিচে পরে যায় এবং ঘটনাস্তলেই মারা যায়।
নিহত ছেলেটি পাঁচগাতিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের সন্তান আব্দুল্লাহ (৭)। পরে স্হানীয় জনগন বাসটিকে আটক করেন মাইজহাটি বৈশাখী পেট্রোল পাম্প সংলগ্ন এবং পরবর্তীতে কটিয়াদী মডেল থানার দায়িত্বরত অফিসার গাড়িটি বার্যেয়াপ্ত করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ