হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রির দায়ে ৩ উৎপাদনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধারকৃত সরঞ্জামাদি জনসম্মুখে বিনিষ্ট করা হয়। স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সাহানগর (মুচি পাড়ায়) একটি মাদক উৎপাদনকারী চক্র অবৈধ দেশীয় চোলাই মদ তৈরি করে উপজেলার পাচারকারীদের দিয়ে নদীপথে মাদক পাচার করে করে আসছে। রাতে কিংবা ভোরে নদী পথে বিভিন্ন উপায়ে ছোট ইঞ্জিন চালিত নৌকায় উপজেলার সদর,বদলপুর ইউনিয়নের বদলপুর বাজার,পাহাড়পুর বাজার সহ বিভিন্ন স্হানে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করে আসছে।
এর প্রেক্ষিতে সোমবার (১১ জানুয়ারি ) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাকাইলছেও সাহানগর (মুচি পাড়া)য় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রির দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(১) অনুযায়ী অনিমা রবিদাস(১৮)কে ১ মাস,সুবিতা রবিদাস(৩০)কে ৩ মাস এবং উর্মি রবিদাস(১৯) কে ১ বৎসরের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এ এস আই রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন বলেন, উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।