কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার লটারি অনুষ্টিত হয়।
সোমবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার লটারি ভিত্তিতে ফলাফল প্রকা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম.এস. সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার শারফুল ইসলাম, মুক্তিযুদ্ধা কউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজবাহ উদ্দীন, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক প্রমুখ।
লটারির মাধ্যমে ১২০জন ছাত্র ছাত্রীর নাম ঘোষণা করা হয়। যার মধ্যে ৫১জন (সাধারণ) বালক, ৫১ জন (সাধারণ) বালিকা ও সরকারি প্রথমিক বিদ্যালয়ের কোটায় ৬জন বালক ৬ জন বালিকা এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন বালক ও ৩ জন বালিকাদের লটারীর ভিত্তিতে নামের তালিকা প্রকাশ করা হয়।