কিশোরগঞ্জে পাকুন্দিয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জের উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণগ্রন্থাগারের সহকারি পরিচালক আজিজুল হক সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ মাহমুদ, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল ইসলাম লুইপা, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাকিল মাহমুদ, নগুয়া আয়শা আহাদ মহিলা ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক সামিউল হক মোল্লা। বক্তব্য রাখেন, পাকুন্দিয়া স্টুডেন্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মোঃ লিমন হাওলাদার, সাধারণ সম্পাদক খাইরুল আলম প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।