
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুরা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচী পালন করা হয়। সোমবার (১১জানুয়ারী) উপজেলার চরফারদী ইউনিয়নের মির্জাপুর বাজারে এ কর্মসূচী পালন করা হয়।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:নজরুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আনোয়ার হোসেন , উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উক্ত কর্মসূচীতে উপস্থিত খামারীদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আনোয়ার হোসেন ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খামারের বায়োসিকিউরিটি,পরিস্কার পরিচ্ছন্নতা,আক্রান্ত গরুকে আলাদা রাখা ও নিয়মিত টিকা প্রদান করার জন্যে পরামর্শ প্রদান করেন।
এই মর্মে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:নজরুল ইসলাম জানান,ক্ষুরা রোগ প্রতিরোধ কল্পে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমূহের পর্যাপ্ত ক্ষুরা রোগ ভ্যাকসিন সরবরাহ রয়েছে এবং বর্তমানে ক্ষুরা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।