মুজিববর্ষের কর্মসূচিতে কোভিট-১৯ এর সাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হাসান ।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সুখিয়া ইউপির চেয়ারম্যান আঃ হামিদ টিটু, চন্ডিপাশা ইউপির চেয়ারম্যান শামসউদ্দিন, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন , পাকুন্দিয়া সরকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,পাকুন্দিয়া প্রতিদিনের বার্তা সম্পাদক মো: নাজমুল হুদা, আনসার বিডিপির অফিসার হারুন অর রশীদ, অবকাশ সুইটমিটের পরিচালক মুস্তাফিজুর রহমান বাপ্পি, উত্তম মিষ্টান্ন ভান্নারের পরিচালক সুকেন মোদক, সেতু স্টোরের মালিক অজিত মোদক প্রমুখ ।