মসূয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক আঃ সালাম মাষ্টার আনুমানিক (৭২)গতকাল (৯ ই জানুয়ারী) রোজ শনিবার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আঃ সালাম মাষ্টার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে বেলদী গ্রামে এক সম্ভান্ত পরিবারে সন্তান।
আজ(১০ই জানুয়ারী) সকাল ১০:০০ ঘটিকায় শত মানুষের অশ্রুশিক্ত হৃদয় নিয়ে বিদায় দিলেন এ শ্রদ্ধেয় শিক্ষকে। মরহুমের জানাযায় অংশ নেয় ৫নং বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা শাহাব উদ্দিন,পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মুজিবুর রহমান মাষ্টার সাহেব, বুরুদিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃরুবেল মিয়া, বুরুদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার হাবিবুল্লাহ সহ দূরদুরান্তর হতে আগত দলমত নির্বিশেষে অসংখ্য জনতার ডল নামে মরহুম আঃ সালাম মাষ্টার সাহের জানাযার নামাজে।
মরহুম আঃ সালাম মাষ্টার সাহেবের স্মৃতিচারণের মাধ্যমে সকল প্রকার ভুল – ত্রুটির ক্ষমা চেয়ে তার শোক শান্ত পরিবাবার যেন এ শোক বয়তে পারে এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় চিরবিদায় দিয়ে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়।