আজ পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া (০৯ নং ওয়ার্ড) গ্রামে অর্ধমাস ব্যাপী আয়োজিত কেপিএল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মোঃ শাহ্ আলম,চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
সঃপ্রাঃবি এর সহঃশিক্ষক এমএস আল-মামুন ফাইনাল খেলার উদ্ভোদন করেন।এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নবীন লীগের সভাপতি জাহিদ হাসান অপু,সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া,সঃপ্রাঃবি সহঃশিক্ষক আনিসুল হক খোকন,ছাত্রলীগ নেতা দেলোয়ার,তামিম মির্জা,সমাজ সেবক তাইজুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামের তরুনদের মাদক মুক্ত রাখতে,সুস্থ ধারায় রাখতে ৮ টি টিম নিয়ে খেলার সূচনা করে পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইয়াছিন আরাফাত বিপ্লব ও আলম সানি।খেলার সভাপতি ও অতিথিরা আগামি দিনেও এমন সুন্দর আয়োজনে কিশোরদের পাশে থাকার অঙ্গীকার করে বিজয়ী দলের অধিনায়ক এর হাতে পুরষ্কার (এলইডি) এবং রানার্সআপ দলকে স্মার্ট ফোন তুলে দেন।এছাড়া সকল খেলোয়াড় কে সৌজন্য পুরষ্কার প্রদান করা হয়।