
কিশোরগঞ্জ (বিন্নাটি) থেকে পাকুন্দিয়া-মির্জাপুর-টোক পর্যন্ত জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরন প্রকল্পের ৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার এগারসিন্দুরে থানাঘাট বাইপাস এলাকায় সড়ক ও জনপথ বিভাগ, কিশোরগঞ্জের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সড়ক ও জনপথ বিভাগ, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারওয়ার জাহান, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আসাদ ডিলার, যুবলীগ নেতা এনামুল হাসান রাজীব, ঠিকাদার এনামুল হক প্রমুখ। ৭৩০ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ, কিশোরগঞ্জ।