কন্যা শিশু
মাগুরায় দুই মাথাওয়ালা কন্যা শিশুর জন্ম

মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের পলাশের স্ত্রী সোনালি বেগম এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
মাথা দুইটি হলেও তার দুটি হাত দুই পা এবং প্রসাব পায়খানার পথ একটি ।
জন্মের সময় বাচ্চার টি স্বাভাবিক কান্নাকাটি ও প্রস্রাব পায়খানা করেছে আল্লাহ রহমতে বর্তমানে বাচ্চাটি সুস্থ আছেন।
মাগুরা জাহান ক্লিনিক এর ডাক্তার মাসুদুল হক সফলভাবে অপারেশনটি সম্পন্ন করেন।
শোকরিয়া মহান আল্লাহর কাছে,
আলহামদুলিল্লাহ বাচ্চাটি বেঁচে আছেন।মা সুস্থ আছেন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ