অদ্য ০৫ জানুয়ারি, ২০২১ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি), পাকুন্দিয়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব একেএম লুৎফর রহমান এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করে ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে নিম্নবর্ণিত ইটভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়ঃ ১. মেসার্স লাকী এন্ড উজ্জল অটো ব্রিকস, নিশ্চিন্তপুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা; ২. মেসার্স এইচ এম বি ব্রিকস, আদিত্যপাশা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা; ৩. মেসার্স দি নিউ ব্রিকস, পশ্চিম আতকাপাড়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা; ৪. মেসার্স রাব্বি ব্রিকস ফিল্ড, আঙ্গিয়াদি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা; ৫. মেসার্স আতিক ব্রিকস, জামালপুর, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা; ৬. এ বি এম ব্রিকস, জামালপুর, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা; ৭. মেসার্স এম আর এম ব্রিকস, মজিতপুর, বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা; ৮. মেসার্স একতা ব্রিকস ম্যানুঃ, খামা, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা; ৯. মেসার্স নিশাত ব্রিকস ফিল্ড, পাটুয়াভাঙ্গা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা; ১০. মেসার্স অনাদি এন্ড নৌশি ব্রিকস, আশুতিয়া, কোদালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা; ১১. মেসার্স আমানত ব্রিকস, চিলাকাড়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা। উল্লিখিত ১১(এগার) টি ইটভাটার বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী মোট ৭,৪০,০০০/-(সাত লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট কাজী সুমন উপস্থিত থেকে উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সমন্বয় করেন। উক্ত মেবাইল কোর্টে পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে।