কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ ওঠেছে মসূয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন সুমনের বিরুদ্ধে।
আজ (মঙ্গলবার) বিকেলে কটিয়াদীর মসূয়া এলাকায় এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু গণমাধ্যমকে জানান, পাকুন্দিয়া থেকে বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি এলাকার মানুষের সাথে সাক্ষাত করতে যায়।পার্শবর্তী কটিয়াদী উপজেলার মসূয়া এলাকায় আওয়ামীলীগের প্রয়াত নেতা আইন উদ্দিন ও ভাষাণী’র মিলাদ মাহফিল হচ্ছে শুনে তিনিও শরিক হতে যান।
সেখানে যাওয়ার পর মসূয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন মিলাদ মাহফিল ভেঙে দেয় ও দুরে থাকা সরকারি গাড়ি ভাংচুর করে। এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহান গণমাধ্যমকে জানান,ঘটনাটি কটিয়াদী থানাধীন হওয়ায় আমি অবগত নই।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল গণমাধ্যকে জানান, এমন ধরণের কোনো অভিযোগ আমি পাইনি।