
“বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রক্তদান সমিতির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (০৪ জানুয়ারি) পাকুন্দিয়া উপজেলা চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত কিশোরগঞ্জ ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি ও মানবতার পাকুন্দিয়া সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো, নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, কিশোরগঞ্জ জেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আ,ন,ম তানভীর হায়দার ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীন, মানবতার পাকুন্দিয়ার সভাপতি মাজহারুল ইসলাম সনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মেডিকেল টেকনোলজিষ্ট আনিস আহমদ শিবলী, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী বদরুল আলম নাইম, সেচ্ছাসেবী মাহবুব রহমান, আশরাফিজুর রহমান হৃদয়, আজিজুর রহমান, একেএম মুশফিকুর রহমান রবিন, আকিব আহমেদ শুভ, ওয়ালিউল্লাহ শামিম প্রমুখ।