আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন চৌদ্দশত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ হাসান রনি।
শুক্রবার (০১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাজারে এ গণসংযোগ করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ এর সুযোগ্য সন্তান মোঃ রাসেল আহমেদ তুহিনের ব্যাক্তিগত সহকারী মাহমুদ হাসান রনিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।
এসময় মাহমুদ হাসান রনি বলেন, অবহেলিত, নির্যাতিত, নিপিড়ীত, সুবিচার থেকে বণ্চিত তৃনমূল মানুষের অধিকার ও দাবি ফিরিয়ে দেওয়াই আমার একমাত্র অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দশত ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোঃ গোলাপ, আব্দুল আলীম ভূঁইয়া, যুব মহিলা লীগের নেত্রী ইশিতা আক্তার পান্না, ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামসউদ্দিন প্রমুখ।