পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে নববর্ষ উপলক্ষে ক্রিকেট টিভি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১লা জানুয়ারী) বিকেল ৩টায় চরটেকী গ্রামের কোনাপাড়া সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চরটেকী দক্ষিণ পাড়া নরসুন্দা তরুন সংঘ ও চরটেকী কোনাপাড়া স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
বীরমুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে ও এস এম মনির খানের পরিচালনায় খেলা উদ্বোধন করেন চরটেকী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হাবিব কাঞ্চন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক।
এসময় চরটেকী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য তারিকুল ইসলাম রুটন, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম মনির, আতিকুর রহমান আওয়াল, আজহারুল ইসলাম মুকসুদ মাস্টার ও সাকিব কামরুল ইসলাম,আফজাল হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তোলে দেয়া হয়।