রাজধানীতে বাসচাপায় গুলশান থানার এসআই নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গতকাল বুধবার রাতে গাড়িচাপায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান গুলশান থানা পুলিশের এ উপপরিদর্শক। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো.শহিদুল্লাহ গণমাধ্যমকে জানান, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।
কামরুল ইসলাম সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ