বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে এক ইউনিয়নে বিএনপির ৩৬ প্রার্থী
/ ১৮৮ Time View
Update : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৩:১০ অপরাহ্ণ

যখন সারা দেশে বিভিন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী সংকট। ঠিক তখনই বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদে ৩৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী পাওয়া গেছে। এ ঘটনায় হতবাক বিএনপির স্থানীয় নেতারা।

গত শনিবার ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শামসুল হক এই তালিকা কোতোয়ালি বিএনপি সভাপতি বরাবর প্রেরণ করেছেন বলে জানা গেছে।

তালিকায় নাম যাওয়া বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে- মো. হেমায়েত হোসেন, মো. বিন আবুল কালাম আজাদ, দোলোয়ার হোসেন বাচ্চু, আরিফুজ্জামান খান, শামসুল কবির ফরহাদ, গোলাম মোস্তফা মিয়া, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, মোসলেম উদ্দিন, একেএম শামসুল হক, আবদুল করিম হাওলাদার, মো. সবুজ খান, আবদুর রহমান সিকদার, শাহাদাৎ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, মোকছেদুর রহমান, সেলিম তালুকদার, মশিউর রহমান শামীম, রফিক আকন, একেএম শাখাওয়াত হোসেন হিমু, অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, মো. মামুনুর রশিদ, মামুন-অর রশীদ, ইব্রাহীম খান, ইসমাইল রাঢ়ি, মসুর আলী মীর, নুরুল ইসলাম, মো. রাজিব খান, মামুনুর রশিদ, মিজানুর রহমান, কবির খান, আজিজুর রহমান, আবু নাঈম, মনির হোসাইন, আবদুল মান্নান সরদার ও মিরাজুল ইসলাম।

বরিশাল মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন সাংবাদিকদের বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে বেশি প্রার্থী আসতে পারে। কিন্তু একটি ইউপিতে ৩৬ জন, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও বরিশাল সদরে বিএনপির অবস্থা বরাবরই ভাল ছিল।

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, কোতোয়ালি বিএনপি যেভাবে প্রার্থীদের নাম চেয়েছে, তাতে আরও নাম আসবে। তাদের বলা হয়েছে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে দলীয় প্রার্থীদের নাম প্রেরণের জন্য। অনেক নাম এসেছে সেটা দলের জন্য ভালো দিক।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ