
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক মেয়র পদে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে ভোট করেছেন তিনি। তিনি পেয়েছেন ৯ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট।
বিএনপি’র ধানের শীষ মার্কার রেজাউল করিম রাজা পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিন জগ মার্কা নিয়ে পেয়েছেন ৯৯১ ভোট, জাতীয় পার্টির তৈয়ব আলী লাঙ্গাল মার্কা নিয়ে পেয়েছেন ৪২২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান হাতপাখা মার্কা পেয়েছেন ১৪৩ ভোট।
এদিকে, শান্তিপূর্ণ উৎসব মূখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের ঢল নামে। নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। বিগত কয়েকটি নির্বাচনের মধ্যে এবার প্রত্যেক ভোটকেন্দ্রে ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের ভিড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দীন জানান, অনাকঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এ পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।