কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী অপি করিম
কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। পরিচালক এনামুল করিম নির্ঝর ও অপি করিম দম্পতির প্রথম সন্তান এটি।
গতকাল সোমবার (২৮) ডিসেম্বর সকাল ৯টা ৫১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অপি করিম ২০১৬ সালের ৭ জুলাই বিয়ে করেন। এর মধ্যে তাদের সংসার ভাঙার গুজবও রটেছিল। তবে বছরখানেক আগে জানা যায়, তারা সুখেই আছেন। এবার তাদের সন্তানের আগমনে খুশি ছড়ালো অপির সকল অনুরাগীর মধ্যেও।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ