মহান বিজয় দিবস উপলক্ষে মৃত্তিকা একাডেমি কর্তৃক আয়োজিত ২৬ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘঠিকায় ঢাকা সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্টান। অনুষ্টানে সভাপতিত্ব করেন কবি রানা হোসেন। প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মর্তুজা আলী চৌধরী মিলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেরদৌস পারভীন( সাবেক উপ সচিব,বাংলাদেশ সরকার স্থাস্থ্য মন্ত্রনালয়ের) আব্দুল আজিজ ( খ্যাতিমান অভিনেতা) সৈয়দ আজাদ রহমান ( সাধারণ সম্পাদক – ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদ) এ্যাডঃ কাজী ফারুক আহমেদ ( সভাপতি – বাংলাদেশ মানবধিকার ফোরাম) পুরো অনুষ্টানটি উপস্থাপনা করেন মোঃ জায়েদ জুলফিকার। মৃতিকা একাডেমি দেশের গুনি জনদের হাতে বিভিন্ন শাখায় মৃত্তিকা পদক ২০২০ তুলে দেন আনুষ্টানিকতার মধ্য দিয়ে।
এতে সংবাদিকতায় মৃত্তিকা পদক-২০২০ গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কৃতিসন্তান দৈনিক এশিয়া বাণী’র সংবাদ কর্মী ও পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি আফসার আশরাফী।