পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গার সুপরিচিত সংগঠন সুধী সমাবেশ পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১১:০০ টায় পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ও গুরুদয়াল সরকারী কলেজের সম্মানিত প্রভাষক এইচ, এম, মাহফুজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারন সম্পাদক ও কিশোরগঞ্জ সরকারী গণ-গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম, পাটুয়াভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো: মকুল মিয়া, সংগঠনের সহ-সভাপতি ডা: জিয়া উদ্দিন টিটু, মেহেদি হাসান রায়হান, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করে এবং পাটুয়াভাঙ্গার প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষদের কাছে পর্যায়ক্রমে শীতবস্র বিতরণ করবে।
সংগঠনটি করোনাকালীন সেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বেশ কিছু সামাজিক করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ অনুষ্ঠানে সুধী সমাবেশের অন্যান্য দ্বায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মাও: ফখরুদ্দিন, শেখ খায়রুল আলম, আহসান হাবিব আলফাজ, নাজমুল হাসান রাজু,আজহারুল ইসলাম, আকিবুর রহমান, জামান রুদ্র, মানিক মিয়া, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক সামি, মুরাদ হোসেন, সাব্বির আহাম্মেদ, জনি হাসান,ফরহাদ সারোয়ার,রবিন, শহিদুল ইসলাম প্রমুখ।
প্রোগ্রামের শেষে ভ্রাতৃপ্রতিম সংগঠন নাগরিক সমাজের কো-অর্ডিনেটর আহসান শামীম,পাটুয়াভাঙ্গার মো: কামাল হোসেনের অসুস্থতার থেকে দ্রুত সুস্থতা ও সকলের সার্বিক মঙ্গল কামনায় দোআ করা হয়।