ঢাকাস্থ বৃহত্তর সবুজবাগ থানার বাসবুর শরীরচর্চা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ভোরের হাসি সংঘের ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক রিসাদুল হক রিসাদ ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম বিরেন্দ্র চন্দ্র দাস এবং ব্যাংক কর্মকর্তা আজিজুল হক আজিজ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নাফ (মুন্না) , সহ-সভাপতি মোশারফ হোসেন (মিরণ), সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক -১ মোঃ ফকরুজ্জামান (টিপু), যুগ্ন-সাধারণ সম্পাদক -২ মাকসুদুর রহমান (টিপু) , কোষাধ্যক্ষ এম এ আজাদ জসিম সহ ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষনা করেন সার্চ কমিটির প্রধান কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ইয়াহিয়া সোহেল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিও রঞ্জন দাস সহ সার্চ কমিটি,স্টিয়ারিং কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।
ভোরের হাসি সংঘের নব নির্বাচিত কমিটিকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।