পাকুন্দিয়ার হিজলিয়া গ্রামে আজ ২৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে উদ্বোধিত হলো (HPL) হিজলিয়া প্রিমিয়াম লীগ।
শুভ উদ্ভোধন করেন পাকুন্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম রেনু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশীদ (মাস্টার), বিশেষ অথিতিদের মাঝে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম আকন্দ, সাবেক কমিশনার, পাকুন্দিয়া পৌরসভা। জনাব আসাদুজ্জাম আসাদ, প্রভাষক, পাকুন্দিয়া ডিগ্রী মহিলা কলেজ, মুজিবুর রহমান গোলাপ (মাস্টার), বিমান বাংলাদেশ এর কর্মকর্তা জনাব মামুন এম রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব মোঃ শাহ আলম।
খেলায় নাজমুল এভেঞ্জার নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করে। প্রতিপক্ষ দল বামসী দ্যা অটম্যান অরিয়র্স ৮৮ রান করে অলআউট হয়।
HPL ম্যাচ পরিচালনা করেন ক.ম. জোনায়েদ আহমেদ ও মোঃ কাদির মিয়া।
‘হারুন ডেন্টাল কেয়ার’ এর সৌজন্যে অতিথি সহ সকল খেলোয়াড় মুখে মাস্ক পরিধান করে খেলায় অংশগ্রহণ করে।