আমিরাতে ৩ হাজার অমুসলিমের ইসলাম ধর্ম গ্রহণ
আধুনিক বিশ্বেও ধর্ম চর্চা নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন। ইসলাম ধর্মেও মানুষ দিনদিন ধর্মান্তরিত হচ্ছে। সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজারেরও বেশি অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের খবর পাওয়া গেছে। দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদ পত্রিকা খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল।
তিনি এক ঘোষণায় জানায়, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছে।
ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ