
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। বুধবার (২৩ ডিসেম্বর) দুপরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) মো. সারোয়ার আলমকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
পরে ওই সভায় শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি সারোয়ার জাহান । বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চত করেছেন ওসি মো. সারোয়ার জাহান।
পাকুন্দিয়া থানা সূত্র জানায়- মহামারি করোনাভাইরাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তিনি শেষ্ঠ ওসি নির্বাচিত হন।
পাকুন্দিয়া এবং বাজিতপুর থানায় দায়িত্ব পালনকালে মো. সারোয়ার জাহান ১০ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।
এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কার প্রদান করা হয়েছেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বলেন- শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই, চুরি, ছিনতাই, মাদক মুক্ত পাকুন্দিয়া গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।