পাকুন্দিয়া উপজেলা কোদালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাকুন্দিয়া ইয়ং ষ্টার ফুটবল একাদশ বনাম ষাইটকাহন ফুটবল একাদশ এ খেলায় অংশ নেয়। খেলার প্রধান আকর্ষণ ছিল দু’দলে বিদেশী খেলোয়ার।
খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশের জাতীয় ও বিদেশী খেলোয়াররা।
তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের ১১ মিনিটে ষাইটকাহন ১০ নম্বর জডু জার্সিধারী খেলোয়ার পাকুন্দিয়া ইয়াং ষ্টার একাদশ কে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। সমতায় ফেরাতে
পাকুন্দিয়া ইয়াং ষ্টার একাদশ বেশ কয়েকটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ফলে ৯০ মিনিটের সময়সীমা শেষ হলে ২-০ গোলে এগিয়ে থেকে ষাইটকাহন একাদশ চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল ষাইটকাহন ফ্রিজ ও রানার আপ দল পাকুন্দিয়া ইয়াং ষ্টার কে টিভি পুরস্কৃত করা হয়।
চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ কটিয়াদী /পাকুন্দিয়া- আসনে এমপি সাবেক আইজিপি নুর মাহম্মদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আতিকুল্লা মাসুদ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুউদ্দিন আহমেদ , সমাজ সেবক গোলাপ মিয়া, সমাজ সেবক সাঈদুর রহমান সার্বিকভাবে পরিছালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুল হাসান ।