বাজিতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে একতা উন্নয়ন ছাত্র সংঘের উদ্যোগে বিনামূল্যে পাঠদান কর্মসূচি (স্থায়ী) উদ্বোধন ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজাব উদ্দিন খাঁন কাজল। উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিয়া মুহাম্মদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল। প্রধান আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দুলাল মিয়া। পিরিজপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু, পিরিজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মকলেছুর রহমান, উদয় সমাজসেবক দেলোয়ার হোসেন নওয়াব ভূঁইয়া, একতা উন্নয়ন ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিয়া মুহাম্মদ শহীদুল্লাহ্, শিকড় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাদিম ইবনে নাছির খান।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোকাদ্দাস আহমেদ ভূঁইয়া, একতা উন্নয়ন ছাত্র সংঘের সাধারণ সম্পাদক সজীব কুমার সান্ন্যাল ও অর্থ বিষয়ক সম্পাদক আলী আরমান। উপস্থিত ছিলেন এডভোকেট শাকিল আরাফাত শুভ, সাংবাদিক মো. লিটন মিয়া, সাংবাদিক মো. জসীম উদ্দীন, সাংবাদিক খাইরুল আলম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সাক্ষরতার হার বৃদ্ধি, স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীদের থেকে মাদক দূরীকরণে অভিভাবক ও সমাজের দায়িত্ববান লোকজনদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলোয় অন্ধকার দূর হবে। বিজয় দিবসে এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।