
আলোকচিত্রী (ফটোগ্রাফার) হলেন এমন একজন যিনি ছবি তোলেন। আলোকচিত্র গ্রহণ করার শিল্প বা কাজকে আলোকচিত্রগ্রহণ বা ফটোগ্রাফি বলে। একে আলোকচিত্র শিল্প-ও বলা যায়। একজন প্রফেশনাল আলোকচিত্রী ছবি তোলেন আয়ের জন্য, একজন অ্যামাচার ছবি তোলেন বিভিন্ন আয়োজন, ব্যক্তি কিংবা নিজের আনন্দের জন্য। একজন প্রফেশনাল আলোকচিত্রী হতে পারেন একজন চাকুরীজীবি। সংবাদপত্র, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে আলোকচিত্রীর প্রয়োজন হয়। এসব প্রতিষ্ঠানে আলোকচিত্রীরা শিল্প হিসেবে ছবি তুলে থাকেন।
কিশোরগঞ্জ পাকুন্দিয়ার রুচিশীল মানুষদের জন্য জনপ্রিয় ফটোগ্রাফার সিজন রায়হান।
তিনি গত ১৪,১৫,১৬ এই তিন দিন বাংলাদেশ ব্যাংকের সহ:পরিচালক আজিজুল রহমান সাহেবের ছোট ভাইয়ের বিয়ের Chinematography & Photography করে উপস্থিত মহলে প্রশংসিত হয়েছেন।
সিজন রায়হান
পাকুন্দিয়া কিশোরগঞ্জ।
01770-267882
ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/Shejonbd24/
ফেসবুক প্রোফাইল লিংক:
https://www.facebook.com/profile.php?id=100021312066393