- কটিয়াদিরের মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামে আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ” লিয়াকত হা-ডু-ডু ফ্রি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো: তফিকুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম খান।
হাসান আল মামুনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন যাযাবর টোয়েন্টিফোরের সম্পাদক কবি আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবক নাসিরুল্লাহ ভূঞাঁ সজল, রফিকুল ইসলাম কাঞ্চন, রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রুমেল, মসূয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসাইন,
ইন্সেপটা ফার্মা লিঃ এর সিনিয়র এরিয়া ম্যানেজার,মোহাম্মদ হোসেন (মনির)
প্রমুখ।
ইঞ্জিনিয়ার সামিউল আলম খান পলিনের দিক-নির্দেশনায় অনুষ্ঠানের শুরুতে মরহুম লিয়াকত আলীর সংক্ষিপ্ত জীবনকর্ম পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানে মরহুম জনাব লিয়াকত আলী সাহেব এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন মুগদিয়া সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব এর প্রচার সম্পাদক মজিবুর রহমান (মজিব)। উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মসূয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি জনাব আরিফুল হক (শামিম)।
বিবাহিত বনাম অবিবাহিত এ খেলায় বিবাহিত দল জয়ী হয়। গ্রাম বাংলার এ ঐতিহ্যমন্ডিত খেলায় জনসাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।