আমাদের গৌরবময় বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন।
আজকের এই দিনে স্মরণ করছি সেইসব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
স্মরণ করছি সেইসব বীর সেনানীদের, যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।
স্মরণ করছি সেইসব নর-নারীদের,যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাদের সবার প্রতি রইলো কৃতজ্ঞতা ও সালাম।
বাঙালী জাতির ঐতিহাসিক গৌরবোজ্জল এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্বরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের।
বিজয়ের অর্ধশতকে আমাদের শপথ হোক সব ষড়যন্ত্রের অর্গল ভেঙে মুক্তিযুদ্ধের চেতনার সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার।
আবুল খায়ের মো: আল হাসনাত
সম্পাদক ও প্রকাশক: পাকুন্দিয়া প্রতিদিন
আ: আহাদ ব্যাপারী শপিং কমপ্লেক্স, ২য় তলা, পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
01718-885743