মসূয়ার হারানো এ ব্যক্তির সন্ধান দিন
কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেরাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো:শামসুল ইসলাম (আনুমানিক (২৫)গত বৃহস্পতিবার থেকে তার নিজ গ্রাম হতে নিখোঁজ হয়ে যায়।
ছেলেটি একটু সহজ সরল টাইপের গায়ের রং শ্যামলা, ছেলেটির পরনে ছিল লুঙ্গী, গায়ে ছিল শার্ট।
যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকেন তবে দয়া করে নিম্ন ঠিকানায় যযোগাযোগ/পৌঁছে দিতে অনুরোধ করা হচ্ছে
মসূয়ার হারানো এ ব্যাক্তির সন্ধান দিন
কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেরাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো:শামসুল ইসলাম (আনুমানিক (২৫)গত বৃহস্পতিবার থেকে তার নিজ গ্রাম হতে নিখোঁজ হয়ে যায়।
ছেলেটি একটু সহজ সরল টাইপের গায়ের রং শ্যামলা, ছেলেটির পরনে ছিল লুঙ্গী, গায়ে ছিল শার্ট।
যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকেন তবে দয়া করে নিম্ন ঠিকানায় যোগাযোগ/পৌঁছে দিতে অনুরোধ করা হচ্ছে ।
নিকটাত্মীয়….
নূরমোহাম্মদ
মেরাতলা,মসূয়া, কটিয়াদি,কিশোরগঞ্জ।
০১৭৫৩১৯৭৬১৯