পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরটেকী মহিব্বিয়া ইসলাহী মাদ্রাসার দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সিনহা টেক্সটাইলের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এস মহি আলম এই ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, বিএনপি নেতা মোসাদ্দেক হাবিব কাঞ্চন, তারাকান্দি বাজারের ওয়াকফ কমিটির সভাপতি রুকুন মাস্টার ও মাওলানা শফিকুর রহমান প্রমুখ।
এসময় জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক শামছুল আলম ফরিদ, চরটেকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক মিলন, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল হাকিম, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম শাহজাহান, চরকাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ, শামছুল হুদা রেনু মাস্টার ও হেলাল মাস্টার, ইলিয়াস উদ্দিন চুন্নু মাস্টার, মিজানুর রহমান মাস্টার, শফিকুল ইসলাম ও
রফিক মাস্টারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মহিব্বিয়া ইসলাহী মাদ্রাসার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাওলানা মোঃ জাকারিয়ার পরিচালনায় মাদ্রাসাটির জমিদাতা মরহুমা জাহেদা খাতুনসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।