রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদেশি মদ সহ দুই মাদক বিক্রেতা আটক
/ ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৮:২৫ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া থেকে বিভিন্ন ব্রান্ডের ১০ বোতল বিদেশী মদসহ সাইফুল ইসলাম (৩৮) এবং শফিকুল ইসলাম (৩৭) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মঠখোলা-পাকুন্দিয়া সড়কের উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের আবু সাঈদের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহিন মিয়া, এএসআই জিন্নত ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

বিদেশী মদসহ আটক হওয়া দুই মাদক বিক্রেতার মধ্যে সাইফুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে এবং শফিকুল ইসলাম উপজেলার হিজলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। আটক হওয়া দুই মাদক বিক্রেতা সাইফুল ইসলাম এবং শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রয় করে আসছিল।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ নভেম্বর) রাত ১০টা ৩৫মিনিটে মঠখোলা-পাকুন্দিয়া সড়কের উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহিন মিয়া, এএসআই জিন্নত ও সঙ্গীয় ফোর্স।

অভিযানের সময় পুটিয়া গ্রামের আবু সাঈদের বাড়ির সামনে থেকে মাদক বিক্রেতা সাইফুল ইসলাম এবং শফিকুল ইসলামকে আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ