যুবলীগ নেতা এসএম মনির খানের মাস্ক বিতরণ-
পাকুন্দিয়ার তারাকান্দী বাজারে যুবলীগ কর্মী সমাজসেবক এসএম মনির খান বিনামূল্যে ৩০০ (পিস) সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।। গতকাল (শনিবার) পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজরে সর্বসাধারণের মাঝে তিনি এই মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণের সময় তিনি বলেন করোনা শীতের করোনা পরিস্খিতি আরো বয়াবহ রূপ নিচ্ছে তাই নিজে সতর্ক হোন এবং আপনার পরিবার পরিজনকে সতর্ক রাখুন। বাড়ির বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করোন।
মাস্ক হস্তান্তর শেষে তিনি মাস্ক ব্যবহারের নিয়মাবলি সরাসরি দেখিয়ে দেন তিনি। সর্বসাধারণের খেদমতের প্রত্যাশাব্যক্ত করার পাশাপাশি নিজের জন্য দোয়াও চেয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ