আশরাফুল হাসান মোরাদ
কটিয়াদি উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শুক্রবার( ২৭ শে নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় মসূয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম সাহেব সঞ্চালনায় ও মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মসূয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব হামিদুল হক দুলাল সাহেবের সভাপতিত্বে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মসূয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদি -পাকুন্দিয়া) আসনের সম্মানিত সংসদ সদস্য, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত জনাব নুর মোহাম্মদ সাহেব।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন কটিয়াদি উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব শারফুল কাদের (ভিপি মনি) ও কটিয়াদি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব মাহমুদুল হাসান খাঁন (মামুন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব শরিফুল ইসলাম, কটিয়াদি সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ: ওয়াহাব আইনুদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা রুবেল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক জনাব মাহফুজুর রহমান (মাহফুজ), কটিয়াদি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জনাব মিনহাজুল ইসলাম (জাহাঙ্গীর) প্রমুখ।