
মো. স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ শামসুন্নাহার আপের স্বামী না ফেরার দেশের চলে গেছেন।
আজ (বৃহস্পতিবার, ২৬/১১/২০২০ইং) দুপুর ২:১০ মিনিটে উনার নিজ বাড়িতে হঠাৎ ইন্তিকাল করেছেন রানা আহমেদ আরজু।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহে রাজিউন। উনার জানাযার নামাজ আগামীকাল (শুক্রবার, ২৭/১১/২০২০ইং) জুম’আ নামাজ বাদ উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. জালাল উদ্দিন জানান, রানা আহমেদ আরজু পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তাঁর স্ত্রী দুই বারের পাকুন্দিয়া উপজেলার সফল ভাইস চেয়ারম্যান। বর্তমানেও তাঁর স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে। তাঁর হঠাৎ মৃত্যুতে আমি গভীর ভাবে শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন
পারিবারিক সূত্রে জানা যায়, রানা আহমেদ আরজু সবার পরিচিত মুখ। তিনি সমাজসেবার পাশাপাশি রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরাদেহ দাফন সম্পন্ন করা হবে।