
নিয়োগ বিধি সংশোধনসহ চারদফা দাবিতে বাংলাদেশ হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশনের কর্মচারীরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ম বিরতি পালন করেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় হাসপাতাল চত্ত্বরেই অবস্থান নেন তারা।
হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশনের পাকুন্দিয়া উপজেলা শাখার আহবায়ক ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও স্বাস্থ্য সহকারী আবুল কালাম ইলিয়াস এবং সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মো. জসিম উদ্দিন প্রমুখ।
দাবি গুলো হলো- নিয়োগ বিধি সংশোধনসহ ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।